সন্তোষ ট্রফি জয়ী দলকে সংবর্ধনা রাজ্যপালের

Santosh Trophy Celebration with West Bengal Governor

বঙ্গবার্তা ব্যুরো,

আট বছর পরে সন্তোষ ট্রফি এসেছে বাংলার ঘরে। ময়দানের ক্লাব থেকে বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এসেছে বাংলার এই সাফল্যকে স্বীকৃতি জানাতে। শনিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাংলার সফল সদস্যদের সঙ্গে চা চক্রে মিলিত হলেন। রাজভবনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আইএফএ পদাধিকারীরাও। এই অনুষ্ঠানে রাজ্যপাল সফল ফুটবলারদের হাতে আর্থিক পুরস্কার এবং ব্যক্তিগত পুরস্কার তুলে দেন। বাংলা দলের প্রশিক্ষক সঞ্জয় সেন সহ সকল সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, বিশ্বজিৎ ভাদুড়ী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি ।