পীযূষ চক্রবর্তী,
আগামিকাল সোমবার রাজ্যের স্কুল ও কলেজগুলিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বেশ কয়েকটি সংগঠন। মূলত
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বেশ কিছু বামপন্থী ছাত্র সংগঠন। ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ও তার কনভয়ে থাকা দুটি গাড়ি ভাঙচুর চালায় বিক্ষোভকারী ছাত্ররা। এই ঘটনায় আহত হন ব্রাত্য সহ বেশ কয়েকজন অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বামফ্রন্ট ছাত্র সংগঠন এসএফআই আন্দোলনের ডাক দিয়েছে। আর ওই দিনই শুরু হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চমাধ্যমিক। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে যাতে কোনও পরীক্ষার্থী অসুবিধার মধ্যে না পড়েন সেদিকে নজর রাখছে পুলিশ ও প্রশাসন। তাই এসএফআইয়ের ডাকে যে আন্দোলন রাজ্যজুড়ে হওয়ার কথা তাতে কোনরকম বিশৃঙ্খলা হলে বরদাস্ত করবে না পুলিশ। রবিবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা ও রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন।
মনোজ এদিন বলেন, ‘কাল কিছু রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনও রকম সমস্যায় পড়তে না হয়, তা খেয়াল রাখতে হবে রাজনৈতিক দলগুলিকে। যদি পরীক্ষার্থীরা সমস্যায় পড়েন, তা হলে অ্যাকশন নেওয়া হবে।’
উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন এসএফআইয়ের প্রতিবাদ কর্মসূচি, বিশৃঙ্খলার দিকে নজর পুলিশের
