পীযূষ চক্রবর্তী,
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালত তাকে জামিন দিয়েছে। এর আগে এই মামলায় জামিন পেয়েছেন তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন কর্তা মানিক ভট্টাচার্য। তবে জামিন পেলেও শান্তনুর ওপর কিছু শর্ত দিয়েছি আদালত।
২০২৩ সালে নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি গ্রেফতার করে তৎকালীন যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক শান্তনুকে। পরে তাকে এই মামলায় গ্রেফতার করে আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআই। প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে শান্তনুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এক প্রকার এজেন্ট রেখে তিনি বহু অযোগ্য প্রার্থীকে চাকরি দিয়েছিলেন মোটা টাকার বিনিময়ে। যার প্রমাণ পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। আদালতে জমা দেওয়া চার্জশিটেও সে কথা উল্লেখ করা হয়। তাছাড়া নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কিংপিন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে তার বিতর্কিত কথোপকথনের প্রমাণও পায় সিবিআই।
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন শান্তনুর
