বঙ্গবার্তা ব্যুরো,
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রোহিঙ্গা তোষণের অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন মমতা রাজ্যে এক কোটি রোহিঙ্গা ঢুকিয়ে তাঁর ভোটার বাড়িয়েছেন।
এদিন লালবাগের সভা থেকে রোহিঙ্গা ইস্যুতে মমতাকে কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা। মূলত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়েই তিনি রোহিঙ্গা প্রসঙ্গ তোলেন। বাংলাদেশে সাম্প্রতিক পালা বদলের পর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা শুরু হয়। শনিবার সেই সূত্রেই মমতার সমালোচনা করেন শুভেন্দু।
তিনি বলেন মুখ্যমন্ত্রীর মতে, সীমান্ত রক্ষা করার দায়িত্ব বি এস এফের। কিন্ত বাস্তব কথা হল বি এস এফকে সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না মমতার সরকার। তিনি বলেন আগে বি এস এফকে তাদের প্রয়োজন মতো জমি দিন তারপর হিসাব বুঝে নেবেন।
শুভেন্দুর অভিযোগ,বাংলাদেশের সঙ্গে যে পাঁচ রাজ্যের সীমানা রয়েছে তার দৈর্ঘ ৪০০০ কিলোমিটার। তার মধ্যে শুধু এ রাজ্যের এলাকাই ২২০০ কিলোমিটার। এর ৫৯৬ কিলোমিটারে কোনও বেড়া নেই। কারণ রাজ্য্য০ জমি দিচ্ছে না।
এই ইস্যুতে এর আগেও রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছিল শুভেন্দু অধিকারী। তাতে তিনি উল্লেখ করেন, ১৮টি ক্ষেত্রে বি এস এফকে জমি হস্তান্তর করা হয়নি। ১৭টি জায়গায় ফাঁড়ি তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ স্থগিত রয়েছে। শুভেন্দু বলেন এ রাজ্যের অর্থাৎ মুর্শিদাবাদ বা অন্য জেলায় বসবাসকারী মুসলমানদের নিয়ে বিজেপির কোনও অভিযোগ নেই। কিন্তু মমতা সীমান্তের খোলা জায়গা দিয়ে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিচ্ছেন।