স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমতে পারে, আরবিআই পর্যবেক্ষণে ইঙ্গিত

Small Savings Schemes Interest Rates May Fall

Upload By K. Halder at 28th April 2025, 12:15 PM

বঙ্গবার্তা ব্যুরো,
আবার বয়স্ক নাগরিকদের ওপর আর্থিক আঘাত আসতে চলেছে। আরবিআই আর সম্প্রতিক রিপোর্টে সেই রকমই ইঙ্গিত মিলেছে। তাদের রিপোর্টে বলা হয়েছে এই মুহূর্তে পিপিএফ, এমআইএস, কিষাণবিকাশপত্র, বা রেকারিং ডিপোজিটের মতো স্কিমে সুদের হার বেশ বেশি। যার প্রভাব পড়ছে বাণিজ্যিক বাঙ্কগুলির আমানতে। এই ভাবে চলতে থাকলে ভবিষ্যতে ব্যাংকগুলির নগদ জোগানে টান পড়তে পারে। আরবিআই এর এই রিপোর্টে সিঁদুরে মেঘ দেখছেন প্রবীণ নাগরিকরা । তাঁদের আশংকা আরবিআই এর রিপোর্টের ফলে স্বল্প সঞ্চয়ের সুদে কোপ পড়তে পারে। তা যদি হয় তাহলে তাদের মাসিক আয়ে বড় প্রভাব পড়তে পারে। কারণ এই স্বল্প সঞ্চয়ের ওপর তাদের জীবন নির্বাহ হয়।
ব্যাঙ্কগুলির কাজকর্ম নিয়ন্ত্রণ করে আরবিআই। অন্যদিকে স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার ঠিক করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। প্রতি তিন মাস অন্তর এই সুদের হার পুর্নবিবেচনা করে অর্থমন্ত্রক। সম্প্রতি রিজার্ভ ব্যাংক রেপো রেট কমিয়েছে। অন্যদিকে আগামী ৩০ শে জুন পর্যন্ত স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত থাকবে। পয়লা জুলাই অর্থ মন্ত্রক আবার স্বল্প সঞ্চয়ের সুদের হার নিয়ে বিবেচনা করবে। এখন সে দিকেই তাকিয়ে প্রবীণ নাগরিকরা।

11:22