সংসদে , দেশে একশ দিনের কাজে মজুরি বাড়ানোর দাবী সনিয়া গান্ধীর

বঙ্গবার্তা ব্যুরো,
একশ দিনের মজুরি বাড়ানোর দাবি তুললেন সনিয়ে গান্ধী। সনিয়া রাজ্যসভায় এই দাবি তোলার পাশাপাশি বিজেপি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন সরকার এই প্রকল্পে বরাদ্দ বাড়াচ্ছে না। বাজেটে যা বরাদ্দ করা হয়েছে তার ২০ শতাংশ চলে যাবে বকেয় মেটাতে। সরকারের এই প্রকল্প নিয়ে কোনও সদিচ্ছা নেই।
একশ দিনের কাজের টাকা নিয়ে সংসদের দুই কক্ষেই তৃণমূল কংগ্রেসের সাংসদেরা বার বার অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ এই খাতে রাজ্যের বহু টাকা পাওনা রয়েছে। সরকার বকেয়া টাকা মেটাচ্ছে না, ফলে সমস্যায় পড়ছেন গ্রামের সাধারণ মানুষ।
ইউপিএ সরকারের আমলে এই প্রকল্প চালু হয়। মূল লক্ষ্য ছিল গ্রামের মানুষের জন্য বছরে একশ দিনের কাজের গ্যারান্টি দেওয়া। মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের নাম বদল হয়েছে। এখন এই প্রকল্পকে বলা হয় মহাত্মা গান্ধী ন্যাশানাল রুরাল গ্যারান্টি অ্যাক্ট।
সনিয়ার অভিযোগ কেন্দ্র সরকার বাজেটে এই প্রকল্পের জন্য ৮৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জিডিপির সাপেক্ষে যা গত দশ বছরে সবচেয়ে কম। শুধু তাই নয় গত বছরের তুলনায় তা অনেক কম। এই টাকার ২০ শতাংশই চলে যাবে বকেয়া মেটাতে।
সনিয়ার দাবী, এই প্রকল্পের মজুরি বাড়িয়ে ৪০০ টাকা করা হোক। একই সঙ্গে একশ দিনের পরিবর্তে তা কম পক্ষে ১৫০ দিন করারও দাবী জানান সোনিয়া।

11:21