বঙ্গবার্তা ব্যুরো,
দুটি সোনা ও রূপোর পদক জিতলো হাওড়ার সৌবৃতি মন্ডল।মুখ উজ্জ্বল হলো বাংলার। উত্তর হাওড়ার সালকিয়া সীতানাথ বোস লেনের বাসিন্দা। ব্যাক স্ট্রোকে ২০০ ও একশো মিটারে সোনা এবং ৫০ মিটারে রূপো জেতে।খুশী পরিবারের লোকজন। বাড়ির কাছেই সালকিয়া সুইমিং এসোসিয়েশনে ছোট বয়স থেকে সাঁতারে হাতেখড়ি তার। যদিও বর্তমানে দিল্লীতে তালকোটরায় অনুশীলন করে সে।সালকিয়া সুইমিং এসোসিয়েশনের কোচ বিশ্বজিৎ ঘোষ বলেন চার বছর বয়স থেকে সাঁতার শিখছে সৌবৃতি।এরপর ধাপে ধাপে খুব দ্রুত এগিয়ে যায়।অনুশীলন করাবার সময় তার অধ্যবসায় ছিলো চোখে পড়ার মতো।প্রচন্ড পরিশ্রমী।ওর শারীরিক উচ্চতা ওকে সাঁতারে এগিয়ে রাখে।এখানে অনুশীলন করে রাজ্য ও জাতীয় স্তরে জুনিয়র বিভাগে তার সাফল্য এসেছে।।এসোসিয়েশনে দেখা গেলো তার সাফল্য তুলে ধরে লাগানো হয়েছে ব্যানার।খুশী সকলেই।
জাতীয় সাঁতার প্রতিযোগিতায়, রাজ্যের সোনা ও রূপো
