ভারতীয় বোলারদের বিশেষ অনুশীলন, আত্মবিশ্বাসী ইংল্যান্ডও:

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর :

ছবি- বিসিসিআই ফেসবুক পেজ

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের বোলিং একেবারেই ভালো হয়নি প্রথম ইনিংসে বুমরাহ মান রক্ষা করলেও দ্বিতীয় ইনিংসে সেটা হয়নি। এই পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচে নামার আগে বোলারদের বিশেষ অনুশীলন করালেন গৌতম গম্ভীর।


অনুশীলনে দেখা যায়, ভারতের পেসাররা দুই রংয়ের একটি বলে প্র্যাক্টিস করছেন। এই বল পরিচিত ‘টু কালারড বল’ নামে। যার একদিকের রং লাল, অন্যদিকে সাদা। লাল রংয়ের বলে টেস্ট ক্রিকেট খেলা হয়। আর এই দুইয়ের ভারসাম্য দিয়েই টেস্টের বোলিং প্রস্তুতিতে ভারতীয় দল। যাতে সাদা বলে বল করার সময় যে সাধারণ প্রবণতাগুলো তৈরি হয়, সেটা কাটানো যায়।


ভারতকে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে যেতে মরিয়া ইংল্যান্ড। সেক্ষেত্রে পুরো আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে বেন স্টোকস ব্রিগেড। অপরিবর্তিত দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। তাদের দলে কোনও বদল হয়নি।


প্রথম টেস্টে জয়ের পর এজবাস্টন টেস্টেও একই দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথম পাঁচে কোনও পরিবর্তন নেই। রয়েছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট এবং হ্যারি ব্রুক। উইকেটের পেছনে থাকছে জেমি স্মিথ। বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা নেই। তিন পেসার ক্রিস ওকস, ব্রাইডন কার্স এবং জস টাং।

একমাত্র স্পিনার শোয়েব বশির জোফ্রা আর্চার গত কয়েক বছর ধরে কনুইয়ের চোটে ভুগছেন, যার ফলে লম্বা সময় টেস্ট দলের বাইরে ছিলেন। তিনি শেষবার টেস্ট খেলেন ২০২১ সালে ।।ভারতের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন আর্চার ।

অন্যদিকে, ভারতীয় দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ব্যাটিং ও বোলিং বিভাগে। এজবাস্টনে এক উত্তেজনাপূর্ণ লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।