পীযুষ চক্রবর্তী: স্যালাইন কাণ্ডে নয়া মোড়। সরিয়ে দেওয়া হল স্বাস্থ্য দফতরের বিশেষ সিনিয়র সচিব চৈতালি চক্রবর্তীকে। বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ভবন চৈতালিকে পদ থেকে সরানোর কথা বলে। ওষুধ সংক্রান্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে শুভাঞ্জন দাসকে। বুধবারই স্বাস্থ্য ভবনে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে গিয়ে চৈতালির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই চৈতালির ওপর কোপের সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বললেই মনে করছে রাজনৈতিক মহল। বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকের কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মত একাংশের। নবান্নের একাংশ অবশ্য দাবি করেছেন, চৈতালিকে সরানোর সিদ্ধান্ত বুধবার নয়, তার দুদিন আগে অর্থাৎ সোমবারই নেওয়া হয়ে গিয়েছিল।
এদিকে বিজেপি প্রশ্ন তুলেছে, বিষ স্যালাইন বাতিল করা সত্ত্বেও কী ভাবে আবার অসুস্থ সাধারণ মানুষের জন্য তা ব্যবহার করা হল? বিজেপির পক্ষ থেকে স্যালাইন কাণ্ড নিয়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।