কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বিহারের মধুবনিতে। বৃহস্পতিবার মধুবনির দুটি কারখানায় অভিযান চালিয়ে চার অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল। সঙ্গে ড্রিল মেশিন, লেদ মেশিন সহ অস্ত্র তৈরির সরঞ্জাম। ওই কারখানাগুলিতে তৈরি হওয়া অস্ত্র কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পাচার করা হতো। বিহার পুলিশের এসটিএফের অফিসারদের সঙ্গে নিয়ে মধুবনির ওই বেআইনি অস্ত্র কারখানাগুলোয় হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয় অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। এসটিএফের দাবি, বিহারে যে অস্ত্রগুলি তৈরি করা হচ্ছিল তা চোরকারবারিদের হাত ধরে এরাজ্যে পাঠানোর কথা ছিল। বেশ কিছুদিন ধরে ওই কারখানাগুলোয় তৈরি হওয়া অস্ত্র এরাজ্যে আসছিল। সম্প্রতি আবার এরাজ্য থেকে অস্ত্র কেনার বরাত গিয়েছিল বিহারের ওই কারখানাগুলোয়। সেই খবর গোপন সূত্রে আগেই পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ। সেইমতো বিহার পুলিশের এসটিএফের সঙ্গে তারা হানা দেয় মধুবনিতে। উদ্ধার হয় বেশ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। মোটর পার্টসের দোকানের আড়ালে চলত ওই কারখানা বলে জানিয়েছে পুলিশ। যা দেখে হতবাক এসটিএফের অফিসাররা।