Upload By K. Halder at 23th April 2025, 02:15 PM
বঙ্গবার্ত্যা ব্যুরো,
উত্তেজনার টানা পোড়েনে এসএসসি এবং স্কুলশিক্ষা দফতর আগামী সোমবার পর্যন্ত সময় পেল।ওই দিন এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।
বুধাবার এস এস সি এবং স্কুল শিক্ষা দফতরের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি ছিল। শুনানিতে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছিল আদালত। সেই কারণেই আন্দোলনকারী শিক্ষকরা তাকে ৪০ ঘন্টা আটক রাখার পর মুক্তি দেন। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির বেঞ্চে মামলার শুনানি হয়।
মামলাকারীদের অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কোনও পদক্ষেপ করেনি এস এস সি এবং স্কুল শিক্ষা দফতর। অযোগ্যদের বেতন ফেরানোর জন্য কোনও নির্দেশ দেওয়া হয় নি।
এসএসসির আইনজীবীদের যুক্তি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশ বহাল রাখলেও কিছু জায়গায় সংশোধন করেছে। এই পরিস্থিতিতে আদালত অবমাননার অভিযোগ শুধু সুপ্রিম কোর্টই শুনতে পারে। মামলাকারীদের উদ্দেশে আদালত বলে সুপ্রিম কোর্ট যখন কিছু পরিবর্তন করেছে তখন এই আদালত কি এই মামলা শুনতে পারে?
এদিন বিচারপতি দেবাংশু বসাক এসএসসির আইনজীবী পার্থসারথী সেনগুপ্তকে বলেন আগামী সোমবার অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার বিষয়ে কী পদক্ষেপ করা হল তা জানাতে।