২৬ হাজার চাকরী প্রার্থীর শুনানী আজ

SSC job candidates hearing in Supreme Court

বঙ্গবার্তা ব্যুরো,

সর্বোচ্চ আদালতে আজ এসএসসি চাকরী প্রাথীদের শুনানি রয়েছে। সেই দিকেই তাকিয়ে চাকরি হারা যোগ্য প্রার্থীরা। মামলাকারি যোগ্য প্রার্থীদের আশা সিবিআই এর জমা দেওয়া রিপোর্ট ছাড়াও প্রকৃতভাবেই তারা ন্যায় বিচার পাবেন। বিচারপতি নিশ্চয়ই তাদের বৈধ দাবী বিবেচনা করবেন। মামলাকারীরা আজকের শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন।