ভেঙে পড়ল ‘স্টারশিপ রকেট’, হেঁয়ালি করলেন এলন মাস্ক

বঙ্গবার্তা ব্যুরোঃ সর্বশেষ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণেও সাফল্য পেল না স্পেসএক্স।জোর ধাক্কা খেলেন ইলন মাস্ক।মাঝ আকাশে ভেঙে গেল তাঁর স্বপ্নের উড়ান! গত ২১ মাসের মধ্যে সপ্তমবারের মতো পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল স্টারশিপকে।উৎক্ষেপণের মাত্র ৮ মিনিটের মধ্যেই ভেঙে টুকরো হয়ে যায় স্টারশিপটি।সব ঠিকঠাক থাকলে এই মিশনটি একটি অপ্রত্যাশিত মোড় নিত।নিজেরই সংস্থার রকেট এভাবে ভেঙে পড়ার ঘটনা নিয়ে পোস্ট করে এক্সে ঠাট্টার সুরে ইলন মাস্ক লেখেন, সাফল্য অনিশ্চিত, কিন্তু বিনোদন নিশ্চিত! বাস্তবেই আকাশে তখন আলোর ফুলঝুড়ি খেলা করছে।
বৃহস্পতিবার টেক্সাসের বোকা চিকা উৎক্ষেপণ কেন্দ্র থেকে পরীক্ষামূলক ফ্লাইটে স্টারশিপ রকেট শূন্যে পাঠায় স্পেসএক্স।সেই রকেট লঞ্চে ব্যবহৃত বুস্টারটি লঞ্চ প্যাডে ফিরে আসে এবং সেটিকে ধরে নেওয়াও হয়।কিন্তু তারপরেই শুরু হয় গণ্ডগোল।স্পেসএক্সের মতে, স্টারশিপের ছয়টি ইঞ্জিন একে একে বন্ধ হয়ে যায়। উৎক্ষেপণের মাত্র ৮ মিনিটের মধ্যেই ভেঙে টুকরো হয়ে যায় স্টারশিপটি। যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মিশনটি হঠাৎ করেই শেষ হয়ে যায়। এর জেরে বিরাট এলাকার বিমান পরিষেবা ব্যাহত হয়। রুট পরিবর্তন করতে হয় অন্তত ২০টি বিমানের।
অন্য গ্রহে মানুষের বসতি স্থাপনের জন্যে এই স্টারশিপ রকেট প্রকল্প চালাচ্ছেন মাস্ক।এর আগে এই স্টারশিপ রকেটের পরীক্ষা চালানো হয়েছিল গত ২০২৪ সালের নভেম্বর, অক্টোবর, জুন এবং মার্চ ও ২০২৩ সালের এপ্রিল ও নভেম্বরে। এবার স্টারশিপ ভেঙে তার ধ্বংসাবশেষ আগুনের উল্কার মতো মাটির দিকে ধেয়ে আসার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।