কোনো বদল ছাড়া রবীন্দ্রনাথেই ফিরল রাজ্য সঙ্গীত


বঙ্গবার্তা ব্যুরো,
রবীন্দ্রনাথেই ফিরে এল বাংলা। ২০২৩ সালে রবীন্দ্রনাথের লেখা বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দেওয় হয়। কিন্তু যেভাবে সেই গানে কিছু শব্দ অদল বদল করা হয় তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। মূল গানে ছিল বাঙালির প্রাণ, বাঙ্গালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। কিন্তু গাওয়া হয় বাংলা প্রান, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন। রবীন্দ্রনাথের লেখা শব্দ বদল করে দেওয়া নিয়েই রাজ্য জুড়ে তুমুল প্রতিবাদ হয়।সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ এই শব্দ ্পরিবর্তনের প্রতিবাদ করেছিলেন।
২০২৩ সালে রাজ্য বিধানসভায় দুটি প্রস্তাব পাশ করানো হয়। এক পয়লা বৈশাখ কে রাজ্য দিবস হিসেবে পালন করা হবে । দুই, রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল গানকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দেওয়া হয় । কিন্তু রবী গানে শব্দ বদলের বিতর্ক রাজ্য প্রশাসনের পিছু ছাড়েনি ।
এবার সেই বিতর্ক বন্ধ হবে বলেই মনে করা হচ্ছে। মুখ্য সচিব এক নির্দেশিকায় রাজ্য সঙ্গীতের নতুন নিয়ম জানিয়ে দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সঙ্গীত গাইতে হবে এক মিনিট। সেই সময় সবাই দাঁড়াবেন এটাই কাম্য। গানে কোন স্তবক গাওয়া হবে তাও নির্দেশিকায় বলা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের লেখা মূল গানের শব্দ অপরিবর্তিত রাখা হয়েছে।