বঙ্গবার্তা ব্যুরো,
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান সাগর অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। বিস্তীর্ণ ক্যারিবিয়ান সাগর অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। হন্ডুরাসের উত্তরে, কেইম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে এই ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০টার দিকে এই তীব্র ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে কেম্যান দ্বীপপুঞ্জের জর্জ টাউনের ১২৯ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অংশ। ক্যারিবিয়ান সাগরের প্রায় ১০ মাইল গভীর এলাকা থেকে এই কম্পনের তরঙ্গ ছড়িয়ে পড়ে।
আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এই ঘটনায় সতর্কতা জারি করেছে। তাদের মতে, জামাইকা, মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কিউবা, কেম্যান আইল্যান্ড, কস্টা রিকা, বাহামাস, বেলিজ এবং হাইতিতে সুনামির ঝুঁকি রয়েছে। পুয়ের্তো রিকো এবং ভার্জিন আইল্যান্ডেও সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
এনওএএ আরও জানিয়েছে, কিউবার উপকূলের কিছু অংশে জোয়ারের স্তর থেকে ১ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। এ কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, নর্থ আমেরিকান এবং ক্যারিবিয়ান প্লেটের মধ্যবর্তী অগভীর ও পুরু ভূত্বকে চ্যুতিরেখায় স্খলন ঘটেছে। এই ভূগাঠনিক পরিবর্তনের ফলেই এত তীব্র ভূমিকম্পের সৃষ্টি হয়েছে।