প্রতীক্ষার অবসান, নিরাপদে ফিরলেন সুনীতা উইলিয়ামস ও সঙ্গীরা

বঙ্গবার্তা ব্যুরো,
মহাকাশে ৯ মাস কাটিয়ে নিরাপদেই পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। তাঁদের সঙ্গে ফিরলেন নিক হেগ এবং রসকসমসের কসমোনট আলেকজান্ডর গোর্বুনভ। এলন মাস্কের স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান বুধবার (ভারতীয় সময়) ভোর ৩:২৭ মিনিটে ফ্লোরিডা উপকূলের কাছে সফলভাবে সমুদ্রে অবতরণ করে।নীল জলরাশির বুকে যেন এক অপূর্ব দৃশ্যের জন্ম হয়। আশপাশে ঘুরে বেড়াচ্ছিল ডলফিনের দল। যেন প্রকৃতিই স্বাগত জানাচ্ছিল তাঁদের পৃথিবীতে ফেরার মুহূর্তে।


গত বছরের ৫ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা হয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কিন্তু আট দিনের জন্য পাঠানো হলেও, নানা কারিগরি জটিলতায় প্রায় ২৮৫ দিন মহাকাশে কাটাতে হয় তাঁদের।নাসা স্পেসএক্সকে ক্রু-৯ দলকে ফিরিয়ে আনার দায়িত্ব দেয়। ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে ড্রাগন ক্যাপসুল উৎক্ষেপণ করা হয়। ক্রু-৯-এর স্থলাভিষিক্ত হয়েছেন ক্রু-১০ দলের নভোচারীরা, যারা এখন মহাকাশ স্টেশনে কাজ চালিয়ে যাবেন। মঙ্গলবার (ভারতীয় সময় সকাল ১০:৩৫ মিনিটে) স্পেসএক্সের ক্রু-৯ স্পেসক্রাফট আইএসএস থেকে যাত্রা শুরু করে।


১৭ ঘণ্টার যাত্রা শেষে ভারতীয় সময় বুধবার ভোর ৩:২৭ মিনিটে ক্যাপসুলটি ফ্লোরিডার উপকূলে সমুদ্রে নেমে আসে। এরপর উদ্ধারকারী জলযান এসে তাঁদের ক্যাপসুল থেকে বের করে। নভোচারীদের হিউস্টনে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাঁরা ৪৫ দিনের বিশ্রাম, স্বাস্থ্য পরীক্ষা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। এই অভিযানের সাফল্য মহাকাশ গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করল।

00:30