বঙ্গবার্তা ব্যুরো,
কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির কবিতা মোটেও সাম্প্রদায়িক নয়।এই কবিতা কোনও সম্প্রদায়কে আঘাত করছে না।স্বাধীনতার ৭৫ বছর পার করে এসে পুলিশের আরও সংবেদনশীল হওয়া উচিত। সুপ্রিম কোর্ট এক মামলায় এই মন্তব্য করেছে।
মামলা প্রথমে হয় গুজরাটে। স্থানীয় কিছু ব্যক্তি ইমরান প্রতাপগড়ির এক কবিতা্কে সাম্প্রদায়িক বলে জামনগর পুলিশ স্টেশনে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনা গড়ায় গুজরাট হাইকোর্টে। হাইকোর্ট মামলা খারিজ করতে রাজি হয়নি। বরঞ্চ তারা বলে প্রতাপগড়ির সমাজ মাধ্যমের পোস্ট সমাজে অশান্তি তৈরি করতে পারে।হাইকো্ট এও বলে একজন সাংসদ হিসেবে তাঁর বোঝা উচিত যে এই ধরণের পোস্ট সমাজে কী প্রভাব ফেলতে পারে।
প্রতাপগড়ির যে কবিতা নিয়ে এত আইনি লড়াই তার এক লাইনে লেখা ছিল, এ খুন কে পিয়াসে বাত শুনো- বাংলায় যার মানে দাঁড়াবে রক্ত পীপাসুর দল কথা শোন- ।
হাইকোর্ট থেকে মামলা যায় সুপ্রিম কোর্টে। প্রতাপগড়ির হয়ে সওয়াল করেন কপিল সিব্বাল। অন্যদিকে গুজরাত সরকারের হয় আদালতে দাঁড়ান সলিসিটর জেনারেল তুষার মেহতা। মামলা ওঠে বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে।
বেঞ্চ বলে কবিতার মূল বক্তব্য হল সাম্প্রদায়িক সম্প্রীতি। কবিতায় কোনও সম্প্রদায়কে কোনও ভাবে নিশানা বা আঘাত করা হয়নি।কবিতায় আপত্তিকর কিছু নেই।প্রকৃতপক্ষে এই কবিতা অহিংসার কথা বলে, এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। মামলার রায়দান স্থগিত আছে।