শুভ মুহূর্তের অপেক্ষায় থাকবেন না, অসম সরকারকে বলল সুপ্রিম কোর্ট


বঙ্গবার্তা ব্যুরো,
অসমের ডিটেনশন ক্যাম্পে থাকে মানুষদের দ্রুত তাঁদের দেশে ফেরত পাঠান। অসম সরকারকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুইঞাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, ক্যম্পে থাকা ব্যক্তিরা যদি সত্যিই বিদেশি হয় তাহলে তাঁদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে না কেন। কোনও শুভ মুহূর্তের অপেক্ষায় না থেকে যত দ্রুত সম্ভব তাদের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।
দেশ জুড়ে এন আর সি, আর সি এ এ বিতর্কের সময়ই অসমে কয়েক লক্ষ মানুষকে বিদেশী বলে চিহ্নিত করে অসমের হিমন্ত বিশ্বশর্মার সরকার।সেই সব মানুষকেই বিভিন্ন ক্যাম্পে রাখা হয়।
আদালতের নির্দেশের জবাবে অসমের আইনজীবী বলেন, ক্যাম্পে থাকা মানুষদের ঠিকানা পাওয়া যাচ্ছে না। তাই তাঁদের ফেরত পাঠানো যাচ্ছে না। জবাবে আদালত বলে, আপনারা যখন কাউকে বিদেশি নাগরিক বলে চিহ্নিত করেছেন, তাহলে পরবর্তী কাজটাও আপনাদেরই করতে হবে। কাউকে অনির্দিষ্ট কালের জন্য ক্যাম্পে আটকে রাখা যায় না। দেশের সংবিধান তাই বলে। আদালত বলে, ঠিকানা নাই জানতে পারেন, তাঁরা কোন দেশের তা তো জানেন। সেই দেশে পাঠিয়ে দিন।ঠিকানা নিজেরাই খুঁজে নেবেন।
আদালত দু সপ্তাহ সময় দিয়ে আটক রাখা ব্যক্তিদের দেশে ফেরানোর কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সরকারকে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে বলেছে।