Published By Subrata Halder, 24 May 2025, 07:22 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
কালীঘাটের সামনে থেকে গ্রেফতার বাংলাদেশী অভিযুক্ত একচল্লিশ বছর বয়সী আজাদ শেখ।
১৮ তারিখ সকাল সাড়ে ছটা নাগাদ অভিযুক্ত ব্যক্তি নেতাজি নগর থানার এক পুলিশ কর্মীকে ধাক্কা মারে কালীঘাটের সদানন্দ রোডে।
গুরুতর জখম অবস্থায় পুলিশ কর্মী সুষেন দাস কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গাড়ি এবং চালককে গ্রেফতার করে কালীঘাট থানা।
তদন্ত চলাকালীন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে, অভিযুক্ত আজাদ শেখ বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। উত্তর ২৪ পরগনায় বসবাস শুরু করে।
জিজ্ঞাসা বাদের সময় পুলিশ যখন তার থেকে নথিপত্র চায় তখন সে ভুল নথি দেয় এবং সেখানে পুলিশের সন্দেহ হয়, পরবর্তীতে জানা যায় আজাদ শেখ আদতে বাংলাদেশের বাসিন্দা। তার বিরুদ্ধে ইতিমধ্যে ফরেন অ্যাক্ট অধীনে মামলা করে তদন্ত করছে পুলিশ।
প্রথমে আজাদ শেখকে গ্রেফতার করা হয়। এরপর জাফর আলী শেখ গ্রেফতার করা হয়। আজ জাফর আলী শেখ কে আদালতে পেশ করা হয়। জানা গেছে মধ্যস্থতা করত জাফর আলী শেখ।