বঙ্গবার্তা ব্যুরো,
সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যায়। যা নিয়ে রাজ্যের রাজনীতি উত্তাল। এই নিয়ে শাসক-বিরোধী তরজায় এবার অন্য মাত্রা যোগ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি এবার সরাসরি শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করতে গিয়ে পক্ষান্তরে চাকরি চুরির অভিযোগকেই যেন মান্যতা দিয়ে দিলেন। কল্যাণের অভিযোগ, বর্তমানের বিরোধী দলনেতা সেদিন তৃণমূলে ছিলেন। তিনি নিজেই প্রায় সাড়ে তিন হাজার চাকরি দিয়েছেন। তিনি বলেন শুভেন্দু অধিকারী বাঁকুড়ার ছেলেদের বঞ্চিত করে নিজের জেলার ছেলেদের চাকরি দিয়েছিলেন। তিনি দাবি করেন ওনাকে আগে গ্রেপ্তার করা উচিত।
এর আগে বিরোধী দলনেতা দাবি করেছিলেন মন্ত্রিসভায় অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পদ তৈরি করা হয়েছিল। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীও ছিলেন। বিরোধী দলনেতার দাবি মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভাকেই গ্রেপ্তার করে উচিত। তাহলেই বেরিয়ে আসবে কারা যোগ্য এবং কারা অযোগ্য। রাজনৈতিক মহলের বক্তব্য শুভেন্দুকে নিশানা করতে গিয়ে কল্যাণ প্রকারন্তরে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগেই সিলমোহর দিয়ে দিলেন।
চাকরি বাতিল, শাসক বিরোধী তরজায় এবার নিশানায় শুভেন্দু
