প্রতিনিধি, বঙ্গবার্তাঃ আজকের কথা নয়। প্রায় পাঁচ হাজার তিনশ বছর আগেও লোহার ব্যবহার ছিল আজকের তামিলনাড়ুতে। সাম্প্রতিক এক গবেষণা পত্রে পাওয়া নথি থেকে এই দাবি জোরালো হয়েছে। এতদিন ধারণা ছিল, লৌহ যুগের সূচনা হয়েছিল, আজ থেকে দু হাজার তিনশ বছর আগে হিটাইটরা অধুনা তুরস্ক অঞ্চলেই লোহার ব্যবহার শুরু করে। তামিলনাড়ুর এই গবেষণা সারা বিশ্বের এতদিনের ধারণাই বদলে দেবে বলে মনে করছেন গবেষকরা।
সম্প্রতি তামিলনাড়ুর পুরতত্ত্ব বিভাগ( টি এন এস ডি এ) এক গবেষণা পত্র প্রকাশ করে।এই গবেষণা পত্রের নাম ‘অ্যান্টিকুইটি অফ আয়রণ’। গবেষণা পত্রের লেখক,আর শিবনন্থন এবং পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে রাজন। গবেষণা পত্রে, দাবি করা হয়েছে আজ থেকে ৫ হাজার ৩শো বছর আগে তামিলনাড়ুতে লোহার ব্যবহার ছিল। এই গবেষণার কাজে অক্সিলারেটার মাস স্পেকটোমেট্রি (এ এম এস) এবং অপ্টিক্যালি স্টিমুলেটেড লিমুনেসেন্স (ও এস এল)পদ্ধতিতে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় খনন কাজ চালানো হয়। এতদিন এই ধরণের কাজে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হত। কিন্তু বয়স নির্দ্ধারণের ক্ষেত্রে এই পদ্ধতি আরও বেশি নির্ভর যোগ্য।
খনন কাজ চালানো হয় তুতিকোরিনের শিবগালাই, মাঙ্গাদু, কিলনামান্ডি, থেলুঙ্গানুর এবং আদিচানাল্লুর এলাকায়। সেখানে একটি শবাধার এবং লোয়াহার কিছু প্রাচীন সামগ্রী পাওয়া যায়। আপাত দৃষ্টিতে এই সামগ্রীগুলি সামান্য হলেও এর অস্তিত্ব ইতিহাসের অনেক বড় মোড় এনে দিতে পারে। লৌহযুগের প্রচলন নিয়ে এতদিনের ধারণা আমূল বদলে যাবে।
গবেষকদের অনেকে একদিকে যেমন এই বিষয়ে আশাবাদী, তেমনই অনেকে আবার একটু ধিরে চলার পক্ষপাতী।