কম্বোডিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের সোলার সংস্থার উপর ৩,৫২১% ট্যারিফ চাপাল আমেরিকা

Upload By K. Halder at 22th March 2025, 05:13 PM

বঙ্গবার্তা ব্যুরো,
এবার আকাশছোঁয়া শুল্ক চাপানোর পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এক ঘোষণায় আমেরিকা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে সৌর পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপ করা হয়েছে যার হার দাঁড়িয়েছে সর্বোচ্চ ৩,৫২১% পর্যন্ত।এই নতুন শুল্ক প্রেসিডেন্ট ট্রাম্পের আগে থেকে আরোপিত ১০% শুল্কের অতিরিক্ত হবে।


এই নতুন ঘোষণার পিছনে যুক্তি হিসেবে বলা হয়েছে যে কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সৌর সংস্থাগুলো চিনের ভর্তুকির অবৈধ সুবিধা নিচ্ছে এবং মার্কিন বাজারে অতি সস্তায় সে সব পণ্য মজুত করছে। আমেরিকান উৎপাদকদের অভিযোগ ছিল যে ওই দেশগুলিতে অবস্থিত চিনা কোম্পানিগুলো কৃত্রিমভাবে কম দামে সৌর কোষ ও প্যানেল মার্কিন বাজারে বিক্রি করছে। বাইডেন প্রশাসন গত বছর আমেরিকান অ্যালায়েন্স ফর সোলার ম্যানুফ্যাকচারিং ট্রেড কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এই অভিযোগের তদন্ত শুরু করে, যেখানে ফার্স্ট সোলার, হানওয়া কিউ সেলস ও মিশন সোলার এনার্জি এলএলসির মতো কোম্পানিগুলো রয়েছে।
তাদেরকে জব্দ করতেই বিপুল পরিমাণ ট্যারিফ চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মার্কিন ঘোষণায় কম্বোডিয়া থেকে আমদানি করা সৌর পণ্যের উপর সর্বোচ্চ ৩,৫২১% শুল্ক ধার্য করা হয়েছে। অন্যদিকে, ভিয়েতনামের কোম্পানিগুলোর উপর ৩৯৫.৯%, থাইল্যান্ডের কোম্পানিগুলোর উপর ৩৭৫.২% এবং মালয়েশিয়ার জন্য সারাদেশে ৩৪.৪% শুল্ক নির্ধারণ করা হয়েছে। আমেরিকার অভিযোগ যে চিনা সৌর কোম্পানিগুলো সিস্টেমকে ঠকিয়েছে, আমেরিকান কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আমেরিকান শ্রমিকদের কাজ হারাতে বাধ্য করেছে।

14:55