বঙ্গবার্তা ব্যুরো,
এবারের বাজেটে সাধারণ মানুষের জন্য চিকিৎসা ক্ষেত্রকে নাগালের মধ্যে আনতে বিশেষ নজর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দিন যত যাচ্ছে বিশেষজ্ঞদের মতে ততই বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা।ওষুধ কিনতে গিয়ে বিপাকে পড়ার পাশাপাশি সর্বস্বান্ত হতে হয় মধ্যবিত্তকে।এবারে বাজেটে মারণ রোগের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ক্যানসার-সহ একাধিক মারণরোগের ৩৬টি জীবনদায়ী ওষুধে ১০০ শতাংশ কর ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি।
এছাড়াও, আরও ৩৭টি ওষুধ এবং ১৩টি নতুন রোগী সহায়তা কর্মসূচিকেও মৌলিক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এতে গোটা দেশের ক্রোনিক রোগীরা এরফলে বেশ খানিকটা সুবিধা পাবেন। তবে শুধুমাত্র ৬ টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে ৫ শতাংশ হারে কর থাকবে। রোগীদের উপর আর্থিক বোঝা কমানোর জন্য একে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই মনে করা হচ্ছে।এই পদক্ষেপের ফলে ভারতজুড়ে লক্ষ লক্ষ রোগীর কাছে এই ওষুধগুলি আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর তথ্য অনুযায়ী দেশে ক্রমেই বাড়ছে ক্যানসারে আক্রান্তের সংখ্যা। বাড়ছে সার্ভাইক্যাল ক্যানসার, ফুসফুসের ক্যানসার।একেবারে নীচুতলা থেকে ক্যানসারের মত মারণ রোগের বিরুদ্ধে লড়াই করতে দেশের প্রতিটি জেলায় ক্যানসার সেন্টার তৈরির কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ।এই উদ্যোগের ফলে আগামী ৩ বছরে অন্তত ২ হাজার ক্যানসার সেন্টার তৈরি হবে দেশে।
দেশের চিকিৎসকদের সংখ্যা বাড়াতেও বড় সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী। জানিয়েছেন মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন বৃদ্ধির কথা।এতে মেডিক্যাল পড়ার সুবিধা পাবে আরও ছাত্র-ছাত্রী। পাশাপাশি ডেলিভারি গিগ ওয়ার্কারদের সুরক্ষা দিতে স্বাস্থ্যবিমার কথাও ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে।