ফের শহরে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেওয়ালে ধাক্কা মারল একটি অ্যাপ ক্যাব ট্যাক্সি। এর জেরে তিনজন জখম হয়েছেন। আজ, বৃহস্পতিবার বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ বাঁশদ্রোণীর রাইফেল ক্লাবের সামনে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ট্যাক্সির গতি বেশি ছিল। কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দেওয়ালে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁশদ্রোণী থানার পুলিশ। আহতদের উদ্ধার করে পুলিশ এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে, তাঁদের আঘাত গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাঁশদ্রোণীতে দুর্ঘটনার কবলে অ্যাপ ক্যাব ট্যাক্সি, দেওয়ালে ধাক্কা মেরে আহত তিন
