শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময়সীমা বেঁধে দিলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা

Published By Subrata Halder, 24 May 2025, 02:28 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা জানান সোমবারের মধ্যে যদি শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
তারা জানিয়েছেন, মন্ত্রীকে তারা ইতিমধ্যে ইমেইল করেছেন চিঠিও দিয়েছেন। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের দাবি শিক্ষা মন্ত্রী তাদের সঙ্গে দেখা করুন। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যায়। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা।
শীর্ষ আদালত পুরো প্যানেল বাতিল করার পাশাপাশি ,নতুন করে নিয়োগের নির্দেশ দেয়। ৩১ শে ডিসেম্বরের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে ইতিমধ্যেই যারা তালিকার স্থান পরিবর্তন করে চাকরি পেয়েছেন তারা বসতে পারবেন না জানিয়েছে আদালত। অন্যদিকে যোগ্য শিক্ষকদের একাংশ আবার দাবী তুলেছে, তারা নতুন করে চাকরির পরীক্ষায় বসবেন না। তাঁরা একই চাকরির জন্য বারবার পরীক্ষা দিতে পারবেন না
গত ১৮ দিন ধরে বিকাশ ভবনের সামনে তারা বিক্ষোভ করছেন। শুক্রবার কলকাতা হাইকোর্ট কিছু নির্দেশ জারি করেছে। আদালত নির্দেশ দিয়েছে বিকাশ ভবনের সামনে নয় সেন্ট্রাল পার্কের সুইমিংপুল লাগোয়া এলাকায় চাকরি হারাদের আন্দোলন চলতে পারে। এমনকি সর্বোচ্চ ২০০ জন করে সেই বিক্ষোভে অংশ নিতে পারবে। হাইকোর্টের এই নির্দেশ সামনে আসার পর চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন, তারা আদালতকে সম্মান জানিয়ে বিকাশ ভবনের সামনে থেকে সরে যাচ্ছেন। কিন্তু আন্দোলন থেকে সরছেন না।
১৫ ই মে বিকাশ ভবনের সামনে বিক্ষভরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। শিক্ষকদের উপর পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ ওঠে। যদিও পুলিশের বক্তব্য বিক্ষোভকারীরা জোর করে বিকাশ ভবনের তালা ভাঙতে গেলে ওই ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষকরা অবশ্য জানিয়েছিলেন ধস্তাধস্তির সময় তালা ভেঙে যায়।

05:37