প্রজাতন্ত্র দিবসের আগেই কাশ্মীরে সেনা ক্যাম্পে জঙ্গি হামলা!

Terrorist Attack on Army Camp in Kashmir Before Republic Day

বঙ্গবার্তা ব্যুরো,

গুলির লড়াইয়ে ফের অশান্ত হয়ে উঠল উপত্যকা।প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাক্কালে সেনা-জঙ্গি সংঘর্ষ উত্তেজনা বাড়ল কাশ্মীরের কাঠুয়া জেলায়।শনিবার ভোরে বাটোদ পঞ্চায়েত এলাকার একটি অস্থায়ী সেনা ক্যাম্পে সন্দেহভাজন জঙ্গিদের গুলি চালানোর ঘটনা ঘটে।সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ জওয়ানরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। ভোরের দিকে ওই জঙ্গিরা ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়।পাল্টা গুলি চালায় সেনা।তবে সংঘর্ষে কোনও হতাহতের খবর নেই।জঙ্গিরা গুলি চালিয়ে পাশের জঙ্গলের মধ্যে পালিয়ে যায়।


জম্মু প্রতিরক্ষার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল ভরতওয়াল জানিয়েছেন, ভাটোলি এলাকায় সন্ত্রাসীদের সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছিল। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রবিবার প্রজাতন্ত্র দিবস।২৬ জানুয়ারি উদযাপন উপলক্ষ্যে দেশজুড়ে যখন আঁটোসাঁটো নিরাপত্তা তখন ফের অশান্ত হয়ে উঠল উপত্যকা।