স্যালাইন কাণ্ডে কড়া অবস্থান নিতে চলেছে আদালত

স্যালাইন কাণ্ডের জনস্বার্থ মামলা হল কলকাতা হাই কোর্টে। সোমবার দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। দুটি জনস্বার্থ মামলারই অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। একটি জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। অপর মামলাটি করেছেন আর এক আইনজীবী ফিরোজ এডুলজি।
এডুলজির মামলাটি আজকে আদালতে ওঠে। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডেও একটি জনস্বার্থ মামলায় আইনজীবী ছিলেন ফিরোজ এডুলজি। বিজয় সিং নামে এক আইনজীবী জনস্বার্থ মামলাটি করলে তাঁর হয়ে মামলা লড়েন আইনজীবী এডুলজি। এবার স্যালাইন কাণ্ডেও একটি জনস্বার্থ মামলা আইনজীবী এডুলজি।
সোমবার হাই কোর্টে তিনি জানান, এরাজ্যের এক সংস্থার খারাপ মানের স্যালাইন ব্যবহার করে কর্নাটকে কয়েক জনের মৃত্যু হয়েছিল। তখন রাজ্যের ওই সংস্থাকে কালো তালিকায় পাঠিয়ে দেয় কর্নাটক সরকার। সম্প্রতি এরাজ্যেও খারাপ স্যালাইন ব্যবহারের পর মৃত্যুর অভিযোগ উঠে এসেছে। তাই জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানানো হয় আদালতকে। দিন তিনেক আগে একই দিনে সিজার হওয়া পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন মেদিনীপুর মেডিক্যাল কলেজে। যার মধ্যে মামনি রুইদাস (২২) নামে এক জনের মৃত্যু হয় শুক্রবার সকালে। তিন জনের অবস্থা সঙ্কটজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকে হাসপাতালের স্যালাইন (রিঙ্গার্স ল্যাকটেট) নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এডুলজির মামলাটি আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে।
এদিন হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘সংবাদমাধ্যমে বিষয়টি দেখেছি।’
আরজি কর কাণ্ডের পর রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলোর ওষুধ বা স্যালাইনের মান নিয়েও প্রশ্ন উঠে গেল মেদিনীপুরের ঘটনার প্রেক্ষিতে।