অজয় নদে তলিয়ে যাওয়া এক কিশোর উদ্ধার

স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই কিশোরের খোঁজে বুধবার সকালেই পৌঁছোয় দ্রুত উদ্ধারকারী দলের ডুবুরি।তলিয়ে যাওয়া দুই যুবকের নাম রাহুল রাই ও শুভম মন্ডল। দুজনের বয়স যথাক্রমে ১৫ ও ১৭। জানা গেছে তারা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার ফরিদপুর সংলগ্ন টালিগঞ্জ এলাকার বাসিন্দা।মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার ফরিদপুর সংলগ্ন টালিগঞ্জ এলাকা থেকে চার বন্ধু মিলে কাঁকসার শিবপুরের অজয় নদে পুণ্য স্নানের জন্য আসে। স্নানের জন্য পাড়ে জামা প্যান্ট খুলে গামছা পরে স্নানে নামে।সাঁতার না জানায় অজয় নদের জলে তলিয়ে যায় দুই কিশোর রাহুল রাই ও শুভম মন্ডল। শুভম মন্ডলের আত্মীয় উত্তম মন্ডলের অভিযোগ করেন যে মঙ্গলবার বিকেল চারটের সময় তলিয়ে যায় দুটি ছেলে।রাতে উদ্ধারকার্য বন্ধ ছিল।সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনও উদ্ধারকাজই হয়নি।প্রশাসনের গাফিলতির পাশাপাশি তলিয়ে যাওয়ার পরে কোনও সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন তিনি।এদিকে ১৯ ঘন্টা পর উদ্ধার করা গেছে রাহুল রায়কে।