Published By Subrata Halder, 27 May 2025, 03:01 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
মুর্শিদাবাদ জেলার সালারে বড় হয়েছে মমতাজুল হাসান। আর পাঁচজন সাধারণ পরিবারের ছেলেদের মতোই তার বেড়ে ওঠা। কিন্তু অদম্য মনের জোরে ইসরোতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেবার জন্য নির্বাচিত হয়েছেন মুর্শিদাবাদ জেলার এই কৃতি ও মেধাবী ছাত্র। খবর পেয়েই আনন্দে কেঁদে ফেলেন মমতাজুল, আনন্দের অভিঘাত কাটতে নিজেকে আরো শক্ত করে তুলে তার উত্তর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর সঠিক পরিশ্রম কখনো বৃথা যায় না। ছেলের সাফল্যে খুশি বাবা মা।