Published By Subrata Halder, 28 May 2025, 07:59 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
কলকাতায় ও মফস্বলে বিপর্যয় মোকাবিলা, অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখতে এবং রুফটপ রেস্তোরাঁ পরিচালন ক্ষেত্রে রাজ্য সরকারের ১৫ সদস্যের কোর কমিটির প্রথম বৈঠক হল কলকাতা পুরসভায়। পাঁচটি দফতরের সমন্বয় বৈঠকে মন্ত্রী জাভেদ আহমেদ খান, প্রদীপ মজুমদার, সুজিত বসু,অরূপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। পুরমন্ত্রী ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম সহ পাঁচ গুরুত্বপূর্ণ দফতরের সচিব থেকে আধিকারিক প্রমুখ উপস্থিত ছিলেন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও রাজ্য পুলিশের উপ মহানির্দেশক জাভেদ শামিম, দমকল বাহিনীর মহানির্দেশক হাজির ছিলেন। জরুরি আলোচনাতে সমস্ত বিষয় উঠে আসে। প্রায় দেড় ঘন্টা ধরে চলে বৈঠক। কেন্দ্রীয় পুরভবনের কনফারেন্স হলে রুদ্ধদ্বার বৈঠকে রাজ্যস্তরের কমিটির এই প্রথম বৈঠক সম্পন্ন হল। আগামী এক মাস অর্থাৎ ৩০ দিনের মধ্যেই রিপোর্ট জমা করবে কমিটি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এর নেতৃত্বে ওই কমিটি গড়ে দিয়েছিলেন। শহর কলকাতা ও গ্রামবাংলার ক্ষেত্রে ও ওই নতুন কমিটি ব্যবস্থা নেবে।