চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের প্রশ্নে রুল বাংলাদেশ হাইকোর্টের, অন্তর্বর্তী সরকারের হলফনামা তলব

Bangladesh High Court Issues Rule on Chinmoy Krishna Das's Bail; Interim Government's Affidavit Summoned

বঙ্গবার্তা ব্যুরো,
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের প্রশ্নে রুল জারি করল বাংলাদেশ হাইকোর্ট। কেন জামিন দেওয়া হবে না চিন্ময়কৃষ্ণ প্রভুকে তার জবাব হাইকোর্ট চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় বহুদিন ধরে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভু। ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ গ্রেফতার করেছিল। তারপর থেকে তিনি জেলেই রয়েছেন।
বাংলাদেশের একটি প্রথম সারির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল দেন। এই রুলের জবাব বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে ২ সপ্তাহের মধ্যে দিতে হবে বলে সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে আদালত।
আদালতে চিন্ময়কৃষ্ণ প্রভুর পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য, সঙ্গে ছিলেন আইনজীবী প্রবীর হালদার। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক।রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ গত ২ জানুয়ারি চিন্ময় প্রভুর দামিনের আবেদন খারিজ করে দেয়।এরপর আইনি পথে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে গত ১২ জানুয়ারি আবেদনটি করেন চিন্ময় প্রভু। সেই আবেদনের শুনানিতে মঙ্গলবার এই রুল দিয়েছে আদালত।