দত্তপুকুরে মুণ্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় জম্মু থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

পীযূষ চক্রবর্তী,
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে মুণ্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। বুধবার জম্মু-কাশ্মীর থেকে জলিলকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে এরাজ্যে আনা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি দত্তপুকুর থানার বাজিতপুর এলাকায় একটি জমি থেকে এক যুবকের মুণ্ডুহীন দেহ উদ্ধার হয়। মৃতের হাত-পা বাঁধা ছিল। উপড়ে নেওয়া হয়েছিল যৌনাঙ্গও। মৃতের বাম হাতে দুটো উল্কির চিহ্ন দেখে পরে পরিচয় শনাক্ত করা হয়। জানা যায় নিহত যুবকের নাম হজরত লস্কর। দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা হজরতের পরিবারের লোকজন দেহ শনাক্ত করেন।
এই ঘটনার তদন্ত নেমে পুলিশ গ্রেফতার করে মৃতের স্ত্রী সুফিয়া খাতুনকে। তার সঙ্গে গ্রেফতার হয় আরও দুজন। পুলিশ বামনগাছির পরিত্যক্ত বাড়ি থেকে খেজুর গাছ কাটার হেসো উদ্ধার করে। ওই হেসো দিয়েই হজরতের গলা দ্বিখণ্ডিত করা হয়েছিল। সুফিয়ার সঙ্গে গ্রেফতার করা হয় হজরতের মামাতো ভাই ওবায়দুল গাজি ও তার স্ত্রী পূজা দাসকেও। তাদের জেরা করেই জলিলের নাম জানতে পারেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পারেন, জলিল কলকাতা স্টেশন থেকে জম্মু-তাওয়াই এক্সপ্রেসে উঠে ভিন রাজ্যে পালিয়ে গেছে। বুধবার সেখান থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।