দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞাণেশ কুমার

বঙ্গবার্তা ব্যুরো,

বিরোধী দলনেতার আপত্তি অগ্রাহ্য করেই দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনারের নাম ঘোষণা হয়ে গেল। রাজীব কুমারের জায়গায় এলেন ১৯৮৮ সালের ব্যাচের আই এ এস অফিসার জ্ঞাণেশ কুমার। নতুন সি ই সি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই দেশে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আইনি বিতর্কও শুরু হয়েছে।তিন সদস্যের এক প্যানেল এতদিন দেশের নির্বাচন কমিশনার এবং মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করত। তিন সদস্যের কমিটিতে ছিলেন প্রধানমন্ত্রী, লোকসভায় বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

২০২৩ সালে কেন্দ্র সরকার এক নতুন আইন এনে তিন সদস্যের প্যানেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বদলে কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীকে জায়গা দেওয়ার ব্যবস্থা করা হয়।প্রধানমন্ত্রীই সেই মন্ত্রীকে মনোনীত করেন। কেন্দ্রীয় সরকারের এই নতুন আইনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সুপ্রিম কোর্টে সেই সব মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। এই আবহেই দেশের ২৬তম মুখ্য মির্বাচ কমিশনারের নাম ঘোষণা হয়ে গেল।নতুন সি ই সি নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বৈঠক করেন। বৈঠকে রাহুল গান্ধী ডিসেন্ট নোট দেন। অর্থাৎ তিনি আপত্তি জানান। তিনি বলেন, সুপ্রিম কোর্টে যতক্ষণ না এই বিষয়ে মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ নতুন সি ই সি নির্বাচন স্থগিত রাখা হোক। কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রক রাহুল গান্ধীর আপত্তি অগ্রাহ্য করে নতুন সি ই সির নাম ঘোষণা করে দেয়।