ধর্ম চেতনা জাগ্রত না হলে ব্যক্তি চরিত্র গঠিত হবে না : বিভাস অধিকারী

বঙ্গবার্তা ব্যুরো,
সামাজিক দুর্নীতি ও অন্যায় দূর করতে এবং সুস্থ সমাজ গঠনের উদ্দেশ্যে পশ্চিম বর্ধমানে ‘ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন এন্ড সোশ্যাল জাস্টিস’ কার্যালয়ের উদ্বোধন হলো। বন্দেপুরুষোত্তমম ধ্বনির আওয়াজে প্রদীপ জ্বালিয়ে কার্যালয়ের উদ্বোধন করেন ‘ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন এন্ড সোশ্যাল জাস্টিস’ এর জাতীয় সভাপতি ও ভারত সরকারের অধীনস্থ রাষ্ট্রভাষা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সহপ্রতিঋত্বিক বিভাস চন্দ্র অধিকারী। অনুষ্ঠানের শুরুতেই শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র রচিত “আর্য ভারতবর্ষ আমার জ্ঞান ও গরিমা গরবিনী” সংগীতটি পরিবেশিত হয়। আসানসোলের বার্নপুর রোডে, রবীন্দ্রনগরের এই কার্যালয় উদ্বোধনে ‘ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন এন্ড সোশ্যাল জাস্টিস’ এর জাতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী বলেন ধর্মের জাগরণ না ঘটলে, ব্যক্তি চরিত্র গঠিত হয় না এবং নিজে সহজ সরল না হলে সমাজের বাঁকা লোকগুলোকে বোঝা যায় না। বর্তমানে কোরাপশন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, মানুষ দিশেহারা সামাজিক ন্যায় বিচার মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য এবং সেই উদ্দেশ্যেই এই ‘ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন এন্ড সোশ্যাল জাস্টিসের’ এই কার্যালয়ের উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন বিচারপতি ও ‘ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন ও এন্ড সোশ্যাল জাস্টিস’ এর ইনভেস্টিগেশন সেলের ন্যাশ্যনাল চেয়ারপার্সন দীপক সাহা রায় বলেন সমাজে দুর্নীতি রন্ধে রন্ধে বাসা বেঁধেছে, গোটা সামাজিক সিস্টেমটাই একটা দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। সরকারও এর বাইরে নয়। মানুষকে সঠিক দিশা দেখিয়ে সামাজিকভাবে অনুসন্ধান করে ন্যায়বিচার পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ওই অনুষ্ঠানে সংগঠনের জেলা সভাপতি অনির্বান মুখার্জি, স্টেট সেক্রেটারী জেনারেল সুব্রত চ্যাটার্জি, সারা ভারত আর্য মহা সভার মোহনলাল রশিদ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।