দিল্লীতে ভোটের আগেই দলত্যাগকংগ্রেস নেতার

বঙ্গবার্তা ব্যুরো,
ভোটের আর দু সপ্তাহও বাকি নেই। এই সময়েই জোর ধাক্কা খেল কংগ্রেস। দিল্লি কংগ্রেসের পূর্বাঞ্চল কমিটির চেয়ারম্যান শিবাজি সিং বিজেপিতে যোগ দিলেন। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব এবং সাংসদ মনোজ তিওয়ারির উপস্থিতিতে নিজের সমর্থকদের নিয়ে শিবাজি সিং বিজেপিতে যোগ দেন। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এর ফলে বড় ধাক্কা খেল কংগ্রেস শিবির।
দিল্লির ভোটে এবার ত্রিমুখী লড়াই। বিজেপি, কংগ্রস এবং আম আদমি পার্টি সকলের কাছেই পূর্বাঞ্চলীয়দের ভোট বড় ফ্যাক্টর। সেদিক থেকে কংগ্রেসের পূর্বাঞ্চল কমিটির নেতাকে নিজেদের দলে সামিল করে সেই ভোট পাওয়ার লক্ষ্যে এক কদম এগিয়ে গেল বিজেপি।
বিজেপির দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, গত ২৪ বছর ধরে শিবাজি সিং দিল্লিতে বসবাসকারী ভোজপুরী বাসিন্দাদের জন্য কাজ করে চলেছেন। আগামী দিনে তিনি সেই কাজ বিজেপির ছত্রছায়ায় থেকে করবেন।
মনোজ তিওয়ারি বলেন, শিবাজি সিং দিল্লিতে পূর্বাঞ্চলবাসীদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাদের সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গেই শিবাজি সিং জড়িত।মনোজ তিওয়ারী বলেন,তাকে দিল্লি নিয়ে আসার ক্ষেত্রেও শিবাজি সিং এর অবদান আছে। এমনকি সাংস্কৃতিক কাজেও তাকে অনেক সাহায্য করেছেন শিবাজি সিং।
অন্যদিকে শিবাজি সিং দল ছাড়ার পর এদিন নিজের ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, দলে পূর্বাঞ্চলবাসীদের জন্য কোনও জায়গা নেই। তিনি বহু বছর ধরে তাদের জন্য লড়াই করছেন। দল কখনই সেই লড়াইকে মান্যতা দেয় নি। তার আশা বিজেপিতে গিয়ে পূর্বাঞ্চলবাসীদের জন্য তিনি কাজ করতে পারবে।