হতশ্রী ধর্মতলা চিনতে পারবেননা , এমনই রূপ দেবার পরিকল্পনা রাজ্যের

Published By Subrata Halder, 08 May 2025, 03:01pm

বঙ্গবার্তা ব্যুরো,
ধর্মতলার আমূল রূপ বদলের পথে এগোচ্ছে রাজ্য প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং আগামী দিনের ট্রাফিক ও যাত্রীচাপের কথা মাথায় রেখে গোটা অঞ্চল ঘিরে বড়সড় পরিকাঠামোগত পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় এক উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ রেল পরিকাঠামো সংস্থা রাইটস এবং সেনার প্রতিনিধিরা। বৈঠকে রাইটস ভবিষ্যৎ পরিকল্পনার একটি রূপরেখা পেশ করে।
উন্নয়ন পরিকল্পনায় যে চিন্তা ভাবনা করা হচ্ছে তা হলো, ধর্মতলার ঠিক নিচে নির্মিত হবে বিশাল বহুতল পার্কিং লট, সেখানে প্রায় ৯০০ গাড়ি রাখা যাবে। বর্তমানে যেখানে উত্তরবঙ্গগামী রাষ্ট্রীয় পরিবহণের বাসগুলি দাঁড়ায়, সেখানেই এই পার্কিং লট তৈরি হবে। গাড়ি ঢোকা ও বেরোনোর জন্য থাকবে তিনটি পৃথক পথ। যাত্রীসুবিধার কথা মাথায় রেখে এলাকায় চার থেকে পাঁচটি নতুন সাবওয়ে তৈরি করা হবে। প্রাথমিকভাবে গোটা প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা।
মেট্রোর সম্প্রসারনের পর এই প্রকল্পের গুরুত্ব আরো বেড়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোপুরি চালু হওয়ার মুখে, উত্তর-দক্ষিণ মেট্রো তো চলছেই। তার সঙ্গে জোকা-বিবাদীবাগ মেট্রোর কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ফলে আগামিদিনে ধর্মতলা হয়ে উঠতে চলেছে যাত্রীদের ব্যস্ততম গন্তব্য। সেই ভিড় সামলাতে আগেভাগেই পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন, আর তাই দ্রুত গতিতে কাজ করার উদ্যোগ নিচ্ছে সরকার।
হাইকোর্ট অনেক আগেই দূষণের কারণে, ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনেই নতুন পরিকল্পনায় বাস স্ট্যান্ড থাকবে না। বাসগুলি এসে যাত্রী নামিয়ে দিয়েই সোজা বেরিয়ে যাবে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাস স্ট্যান্ড তুলে দেওয়ার নির্দেশ আগেই দিয়েছে হাইকোর্ট। সেই মতোই রাইটসকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা তৈরির। তারা প্রেজেন্টেশন দিয়েছে, সবাই মতামত দিয়েছেন। প্রয়োজনে কিছু পরিবর্তন করে চূড়ান্ত রূপ দেওয়া হবে। প্রত্যেক দিন ধর্মতলায় কয়েক লক্ষ মানুষের আগমন ঘটে, সেই চাপ মাথায় রেখে রূপ পাবে এই নতুন ধর্মতলা।