বঙ্গবার্তা ব্যুরো, ১৫ জানুয়ারি: দেশের সেনা দিবসেই আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর। সেনা দিবস উপলক্ষ্যে দুটি যুদ্ধজাহাজ ও একটি অত্যাধুনিক সাবমেরিন সেনা বাহিনীর সঙ্গে যুক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মুম্বইয়ের নাভাল ডকইয়ার্ডে নৌসেনায় যুক্ত হল ৭৪০০ টনের আইএনএস সুরাট, ৬৬৭০ টনের আইএনএস নীলগিরি ও ১৬০০ টনের আইএনএস ভাগশীর।এই দুটি যুদ্ধজাহাজ ও সাবমেরিনটি আগেরগুলির থেকে অনেক বেশি ক্ষমতাশালী।
সামুদ্রিক নিরাপত্তা, সীমান্তে নজরদারি ও ভারতীয় নৌসেনার ক্ষমতা বৃদ্ধি করতেই এই তিনটি রণতরী যুক্ত করা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের আগেই তা পেল ভারতীয় নৌবাহিনী। চিন সহ বিভিন্ন দেশের সমুদ্র হুমকির কাছে ভারতীয় সেনার সামগ্রিক শক্তিবৃদ্ধিতে দারুণ কাজ করবে এই রণতরীগুলি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত আইএনএস সুরাট হল ১৫বি ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রকল্পের চতুর্থ এবং শেষ জাহাজ। এটি বিশ্বের বৃহত্তম, সবচেয়ে উন্নত ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি। এই রণতরীর ৭৫ শতাংশই তৈরি হয়েছে ভারতে। এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ওয়েপন সেন্সর সিস্টেম।মূলত সমুদ্রে নজরদারির জন্য তৈরি আইএনএস নীলগিরি হল ১৭এ স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। দীর্ঘ সময় সমুদ্রে ভেসে থাকার ক্ষমতা রয়েছে এই প্রবল পরাক্রমশালী নয়া প্রজন্মের যুদ্ধ জাহাজের।এই রণতরীগুলির ডিজাইন তৈরি হয় দিল্লিতে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো থেকে।