বাংলাদেশে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুয়াত্রেরস

বঙ্গবার্তা ব্যুরো,
চার দিনের সফরে বাংলাদেশে এলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুয়াত্রেরস । বৃহস্পতিবার বিকেলেই তিনি ঢাকায় পৌঁছেছেন। এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। প্রায় সাত বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন তিনি। এই সফরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।তার এই সফর রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এবং এই সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ ফেরাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবকে স্বাগত জানান বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আগামীকাল রাষ্ট্রসঙ্ঘের প্রধান সকাল ১০টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন।
বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা এখন অনেকটাই আলোচনার আড়ালে চলে গেছে। তারা কেমন আছে সে নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। রোহিঙ্গাদের দ্রুত সম্মানজনক প্রত্যাবর্তনে সহায়ক হতে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব কী শক্তিশালী ও ইতিবাচক বার্তা দেন সেদিকেই তাকিয়ে আছেন অনেকে। রোববার সফর শেষ করে বাংলাদেশ থেকে ফিরে যাবেন গুয়াত্রেরস।