দিনভর কলকাতাও রাজ্য জুড়ে তল্লাশি ইডির

পীযুষ চক্রবর্তী ও বঙ্গবার্তা ব্যুরো,
অবারও এক বিরাট প্রতারণা চক্রের পর্দা ফাঁস করতে চলেছে ইডি। যার মধ্যে শহর কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় কল সেন্টার খুলে বিদেশিদের থেকে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগের বিষয় টি রয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। বৃহস্পতিবার সল্টলেক, তপসিয়া, বাগুইআটি, হাওড়া-সহ রাজ্যের একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। জানা গিয়েছে, ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতানো হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকেই। সম্প্রতি ৩০ কোটিরও বেশি টাকা প্রতারণার একটি অভিযোগ ইডির কাছে জমা পড়ে। ওই অভিযোগের ভিত্তিতেই এদিন ১০ জায়গায় তল্লাশি চালান তদন্ত কারীরা। বাগুইআটির আটঘরা অঞ্চলের ব্যবসায়ী রাজেশ গোয়েঙ্কার ফ্ল্যাটে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। রাজেশের সল্টলেকের অফিসেও তল্লাশি চালায় ইডি। রাত পর্যন্ত নথি সংগ্রহ চলে। ইডি সূত্রের খবর, ভুয়ো কল সেন্টার খুলে কানাডা ও আমেরিকার বাসিন্দাদের সফটওয়্যার পরিষেবা দেওয়ার নাম করে টাকা নেওয়া হতো। তারপর সেই কোটি কোটি টাকা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পাচার করে আত্মসাৎ করা হতো। রাজেশ এই চক্রের অন্যতম মাথা বলে মনে করছেন ইডি অফিসাররা। এদিন তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন। ব্যবসায়ীর সঙ্গে কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানাচ্ছে সিবিআই।