Upload By K. Halder at 9th March 2025, 04:40 PM
পীযূষ চক্রবর্তী,
বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় প্রোমোটারের লোকজনের হাতে আক্রান্ত প্রতিবাদী। অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্থানীয় এক তৃণমূল নেতাও। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল টালিগঞ্জের ৮৯ নম্বর ওয়ার্ড।
জানা গিয়েছে, টালিগঞ্জের ৮৯ নম্বর ওয়ার্ডে একটি বেআইনি নির্মাণ হচ্ছে। যা নিয়ে টক টু মেয়রে ফোন করে অভিযোগ জানান ৮৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোবিন্দ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল, ৮ নম্বর বাড়িটি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন এলাকার বাসিন্দা ওই বাড়িটি বেআইনি বলে অভিযোগ জানিয়েছিলেন। তারপরই তদন্তের নির্দেশ দেওয়া হয় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগকে। বিল্ডিং বিভাগের আধিকারিকরা তদন্ত করে দেখেন ওই অভিযোগটি সত্যি। এরপর মেয়র ফিরহাদ হাকিম ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন ডিজিকে। সেইমতো নোটিশ পাঠানো হয় ওই বহুতলে।
এরপরই অভিযোগকারীদের ওপর চটে ছিলেন ওই বহুতলের প্রোমোটার রাজু খান। সেইমতো বুধবার ভোরে স্থানীয় তৃণমূল নেতা তথা ওই বহুতলের প্রোমোটার রাজু তার দলের লোকজনকে নিয়ে বিজয় নিয়োগী নামে এক প্রতিবাদীকে একা পেয়ে বেধড়ক মারধর করেন। মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় ফেলে চলে যায় রাজু ও তার লোকজন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।