মেক্সিকোয় মর্মান্তিক পথ দুর্ঘটনা, তিন গাড়ির সংঘর্ষে নিহত ২১

Published By Subrata Halder, 15 May 2025, 07:16 pm

বঙ্গবার্তা ব্যুরো,
মেক্সিকোর মধ্যাঞ্চলে তিনটি গাড়ির সংঘর্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে তা নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা জানিয়েছেন, বুধবার সকালে পুয়েবলা রাজ্যের কুয়াকনোপালান এবং ওয়াক্সাকার মধ্যবর্তী মহাসড়কে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়। এছাড়া আরও তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়েছে।
সমাজ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।
প্রশাসন সূত্রের খবর, একটি ট্যাঙ্কার ট্রাক, বাস এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সিমেন্টবাহী ট্রাকটি একটি ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করার সময় ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, বিপরীত লেনে যাওয়ার সময় ট্রাকটি একটি বাসকে ধাক্কা দেয় এবং তারপরে একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ও খাদে পড়ে আগুন ধরে যায়।
স্থানীয় এক সাংবাদিকের সমাজ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, খাল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠে আসছে এবং রাস্তার রেলিংয়ের একটি অংশ ভাঙ্গা।
গত কয়েক বছরে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে বলে অভিযোগ নাগরিকদের। জানা যাচ্ছে, কার্গোট্রাকের কারণেই দুর্ঘটনা বেশি ঘটছে। যানবাহনের বেহাল দশা, অনিয়ম, চালকের ক্লান্তি বা বেপরোয়া গতিই বেশিরভাগ দুর্ঘটনার জন্য দায়ী।