বঙ্গবার্তা ব্যুরো।
বিদেশ মন্ত্রী এস জয়শংকরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন তৃণমূ্ল সাংসদ সাগরিকা ঘোষ। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষের অভিযোগ বিদেশ মন্ত্রী সভাকে অসম্পুর্ন তথ্য দিয়েছেন।সভাকে ভুলপথে চালিত করার অভিযোগও তুলেছেন তিনি।
সাগরিকা ঘোষ অভিযোগে বলেছেন, ট্রাম্প প্রশাসন যে ভাবে সে দেশে বসবাসকারী অবৈধ ভারতীয়দের হাতে পায়ে শেকল পরিয়ে ফেরত পাঠিয়েছিল সে বিষয়ে বিদেশ মন্ত্রী অসম্পুর্ণ তথ্য দিয়েছেন।যাঁদের ওই ভাবে আনা হয়েছিল তাঁদের বক্তব্য জানানো হয়নি। তাঁদের সঙ্গে কী রকম ব্যবহার করা হয়েছিল সে বিষয়েও সব কথা বলা হয় নি। তিনি বলেন যাঁদের শেকল পরিয়ে ফেরত পাঠান হয়েছিল তাঁদের বক্তব্যের সঙ্গে বিদেশ মন্ত্রী সভায় দাঁড়িয়ে যে কথা বলেছিলেন তাতে মিল নেই।শুধু শেকল পরিয়ে ফেরত পাঠানই নয়, এক শিখ ব্যক্তিকে তাঁর পাগড়ীও খুলতে বলা হয়েছিল।
এখন বিষয়টি প্রিসাইডিং অফিসারের হাত। তিনি এই নোটিশ গ্রহণ করতে পারেন নাও পারেন। আর নাহলে নোটিশ প্রিভিলেজ কমিটির কাছে পাঠাতে পারেন।
বিদেশ মন্ত্রীর বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ তৃণমূলের
