এক দেশ,এক ভোট বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত দেওয়ার সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক দেশ,এক ভোট বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত দেওয়ার সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা গায়ের জোরে এই বিলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে বিশেষজ্ঞ ও বিরোধীদের মতামত কে অগ্রাহ্য করেই চলেছে। বিজেপি তৈরি থাকুক। সংসদ ভবনে পূর্ণমাত্রায় দলের সাংসদরা এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। এই দমনমূলক অগণতান্ত্রিক আইন কখনই এদেশে কার্যকর হতে পারে না। এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশে এই ব্যবস্থা চালু হলে আর কোনও দিন ভোট হবে না। কেউ ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। স্বৈরাচারী সরকার গঠন হবে। চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রের তৈরি উচ্চ পর্যায়ের কমিটির সচিব ড নীতেন চন্দ্রকে বিস্তারিত জানান। প্রথমত এই সিদ্ধান্ত অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত কেন্দ্রের।