নারায়ণের ভাগ্য মমতার হাতে

প্রতিনিধি, বঙ্গবার্তাঃ তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর ভাগ্য এখন দল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় এদিন সেই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলে, নারায়ণ গোস্বামীকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। তাঁর জবাব পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একজন বিধায়কের এমন আচরণ মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের মনে এর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। তাঁর জবাবের অপেক্ষায় আছি, জবাব পেলেই ব্যবস্থা নেওয়া হবে। শো-কজের জবাব দেওয়ার জন্য কোনও সময়সীমা অবশ্য বেঁধে দেওয়া হয়নি।অশোকনগরে এক সাংসৃতিক অনুষ্ঠানে তৃণমুল বিধায়ক নারায়ন গোস্বামীর আচরণ নিয়ে তীব্র সমালোচনা হয়।মঞ্চে তিনি অসংলগ্ন আচরণ করেন। চারিদিকে সমালোচনা শুরু হওয়ায় দলও এই বিষয়ে হস্তক্ষেপ করে। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ওই ঘটনা নিয়ে দলের পক্ষ থেকে বিবৃতি দেন।জয়প্রকাশ মজুমদার বলেন, নারায়ণের আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। নারায়ণকে শো-কজও কারা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান জানিয়েছেন খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।