আমেরিকার নাগরিকদের নিরাপত্তার কারণে ৪৩ টি দেশে বেড়াতে যাওয়ায় নিষেধাজ্ঞার পরিকল্পনা প্রশাসনের

বঙ্গবার্তা ব্যুরো,
আমেরিকান নাগরিকদের bibini দেশে বেড়াতে যাবার ক্ষেত্রে ক্ষেত্রে নিষেধাজ্ঞার কোপে পড়তে চলেছে বিশ্বের প্রায় ৪৩টি দেশ।জানা যাচ্ছে নতুন এই নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় বেশি বিস্তৃত হবে।ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন, যাতে জাতীয় নিরাপত্তার হুমকি খতিয়ে দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকারী যে কোনো বিদেশীর নিরাপত্তা যাচাইকে আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মেমোতে মোট ৪১টি দেশকে তিনটি আলাদা গ্রুপে বিভক্ত করা হয়েছে।প্রথম গ্রুপে থাকা ১১টি দেশকে ‘লাল’ তালিকায় রাখা হয়েছে।যার মধ্যে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়া।আছে লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনেজুয়েলা ও ইয়েমেন।
দ্বিতীয় গ্রুপে থাকা পাঁচটি দেশ, যার মধ্যে ইরিত্রিয়া, হাইতি, লাওস, মায়ানমার এবং দক্ষিণ সুদান রয়েছে, তাদের জন্য আংশিক ভিসা স্থগিতের প্রস্তাব করা হয়েছে। আর তৃতীয় গ্রুপে থাকা ২৬টি দেশ, যার মধ্যে পাকিস্তান, ভুটান ও রয়েছে। বলা হয়েছে এই দেশ গুলির সরকার যদি ৬০ দিনের মধ্যে ত্রুটিগুলো সমাধানের জন্য পদক্ষেপ নেয়, তবে তাদের জন্য মার্কিন ভিসা জারিতে আংশিক স্থগিতাদেশ বিবেচনা করা হবে বলে মেমোতে উল্লেখ করা হয়েছে।