Published By Subrata Halder, 01 June 2025, 12:48 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার থেকে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর বর্তমান শুল্ক হার ২৫ শতাংশ থেকে দ্বিগুণ করে ৫০ শতাংশ করবে। পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে বক্তৃতায় ট্রাম্প বলেন, এই পদক্ষেপ স্থানীয় ইস্পাত শিল্প এবং জাতীয় সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করবে, একই সঙ্গে তা চীনের ওপর নির্ভরতা কমাবে।
ট্রাম্প আরও বলেন, ইউএস স্টিল এবং জাপানের নিপ্পন স্টিলের মধ্যে একটি অংশীদারিত্বের মাধ্যমে এই অঞ্চলের ইস্পাত উৎপাদনে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। যদিও তিনি পরে সাংবাদিকদের বলেছেন যে, তিনি এখনও চূড়ান্ত চুক্তিটি দেখেননি বা অনুমোদন করেননি।
চলতি বছরের জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্পের শুল্ক নীতির সর্বশেষ ঘোষণা এটি। ইস্পাত কর্মীতে পূর্ণ এক জনসভায় ট্রাম্প বলেন, কোনো ছাঁটাই হবে না, আউটসোর্সিংও একেবারেই নয়। তিনি বলেন, প্রত্যেক মার্কিন ইস্পাতকর্মী খুব জলদি ৫ হাজার ডলারের প্রাপ্য বোনাস পাবেন।
যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য চুক্তি নিয়ে ইস্পাত শ্রমিকদের বড় উদ্বেগের জায়গা ছিল জাপান কীভাবে শ্রমিক ইউনিয়নের বেতন ও নিয়োগ-সংক্রান্ত চুক্তি মানবে তা নিয়ে।
ট্রাম্প তার বক্তব্যের শুরুতেই বলেন, ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ২৫ শতাংশ শুল্ক বসিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী ইউএস স্টিলকে বাঁচিয়েছেন। তিনি ইস্পাত আমদানিতে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার পেছনে ইউএস স্টিলের টিকে থাকার গুরুত্বের কথা বলেছেন।
তিনি বলেন, তারা আর এই সীমা অতিক্রম করতে পারবে না। আমরা পেনসিলভানিয়া ইস্পাতকে এমন অবস্থানে নিয়ে যাব যা আগে কখনো হয়নি।