বঙ্গবার্তা ব্যুরো,
হোয়াইট হাউসে প্রথমবারের মতো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প।এই বৈঠকে মধ্যমণি হয়ে থাকলেন নবগঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি’ (ডিওজিই) র দায়িত্ব পাওয়া ধনকুবের এলন মাস্ক।সুনির্দিষ্ট কোনও মন্ত্রণালয়ের দায়িত্ব বা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব না থাকা সত্ত্বেও মন্ত্রিসভা বৈঠকে যোগ দেন মাস্ক।
বৈঠকে মার্কিন সরকারের আকার (জনবল ও খরচ) ব্যাপকভাবে কমিয়ে আনতে নিজ প্রশাসনের মনোযোগের ওপর গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প।উল্লেখ্য, খরচ কমানোর নীতিতে মাস্কের পরামর্শে প্রদেশগুলির বাজেটে রাশ টেনেছেন ডোনাল্ড ট্রাম্প।যার ফলে পরিকাঠামোগত ক্ষেত্রে উন্নয়নে সমস্যা তৈরি হয়েছে। বহু সরকারি সংস্থার কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে, এই নীতির বিরুদ্ধে আদালতে দায়ের হয়েছে মামলা। প্রশ্নের উঠেছে (ডিওজিই) র প্রধান পদে থাকা মাস্কের ভূমিকা নিয়েও।
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ধনকুবের এলন মাস্ক জানান ডিওজিই টিমের ‘সামগ্রিক লক্ষ্য’ হল বিশাল ঘাটতি মোকাবিলা করতে সাহায্য করা।বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হোয়াইট হাউসে মন্ত্রিসভার সদস্যদের বলেন, “যদি আমরা এটি না করি, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে”।মাস্ক আরও বলেন, “আমরা একটি দেশ হিসাবে, ২ ট্রিলিয়ন ডলার ঘাটতি বয়ে নিয়ে যেতে পারি না”।
ট্রাম্পের প্রথম মন্ত্রিসভা বৈঠক, আমেরিকার দেউলিয়া হওয়ার সতর্কতা এলন মাস্কের
