বঙ্গবার্তা ব্যুরো,
প্রজাতন্ত্র দিবসের আগেই মুর্শিদাবাদের ফরাক্কায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই। শনিবার চারটি টি ৭ এমএম পিস্তল সহ আটটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করলো এসটিএফ এবং ফারাক্কা থানার পুলিশ। নিউ ফারাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম ইজাউর হক এবং মোস্তফা শেখ। উভয়ের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল। আগ্নেয়াস্ত্র গুলো নিয়ে নিউ ফারাক্কা বাস স্ট্যান্ড আসছিলো ওই দুই ব্যক্তি। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফারাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় দুজনকে।
কি উদ্দেশ্যে এবং কাকে দেওয়ার জন্য আগ্নেয়াস্ত্র গুলো নিয়ে এসেছিল ধৃতরা তা তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ এবং এসটিএফ। আগামীকাল ধৃত দের আদালতে পাঠানো হবে বলে জানাযায়।