বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জয়, প্রশ্ন উঠলো সুপ্রিমকোর্টে

Uncontested Election Supreme Court India

Upload By K. Halder at 26th April 2025, 11:53 AM

বঙ্গবার্তা ব্যুরো,
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জেতার দিন কি শেষ হয়ে যাচ্ছে? সুপ্রিম কোর্টের তোলা এক প্রশ্নে এই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এতদিন পর্যন্ত নিয়ম ছিল, কোনও ভোটে যদি শেষ পর্যন্ত একজন প্রার্থী থাকেন তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হত। সুপ্রিম কোর্ট ঠিক এই নিয়েই প্রশ্ন তুলেছে।


সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এনকেসিং এর বেঞ্চ প্রশ্ন তুলেছে যে গণতন্ত্রের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়া কি আদৌ ভাল উদাহরণ? আদালত বলে ভারতের সংবিধানে সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রের কথা বলা হয়েছে। সে ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়া সংখ্যাগরিষ্ঠের বিষয়টি প্রাধান্য পায় না। বিধি সেন্টার ফর লিগ্যাল পলিসি নামে এক সংগঠন সংবিধানের জনপ্রতিধিত্ব আইনের এক ধারা অসাংবিধানিক ঘোষণার দাবি জানায়। সেই আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত কেন্দ্র এবং নির্বাচন কমিশনের কাছে কিছু প্রশ্ন এবং প্রস্তাব রেখেছে।


আদালত বলে এমন কোনও আইন কী করা যায়, যেখানে যদি শেষ পর্যন্ত একজন প্রার্থীও থাকেন তাহলে তাকে জয়ী হওয়ার জন্য নির্দিষ্ট কোনও হারে ভোট পেতেই হবে। সেই হার ১০, ১৫ বা ২০ যা কিছুই হতে পারে। এটা তো দেখা দরকার যিনি শেষ পর্যন্ত লড়াইয়ে রইলেন তাকেও কিছু মানুষ সমর্থন করছেন।
দেশে এই নিয়ে ইতিমধ্যেই এ নিয়ে চর্চা শুরু হয়েছে।

22:16