Upload By K. Halder at 28th April 2025, 1:39 PM
বঙ্গবার্তা ব্যুরো,
ইউনাইটেড টিচিং ও ননটিচিং ফোরাম এর পক্ষ থেকে মুখ্য মন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হলো আজ। ২৬ হাজার চাকরি বাতিলের পর থেকে জল্পনা শুরু হয়েছে যোগ্য এবং অযোগ্যদের ভবিষ্যত নিয়ে। গত কয়েকদিন আগেও দেখা গেছে প্রতিবাদ দুভাগে ভাগ হয়ে গেছে। আজ অযোগ্য শিক্ষকদের একটি অংশ হাজরা মোড়ে জমায়েত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করে। তাদের বক্তব্য, হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং লোয়ার কোর্ট কেউই তাদের চিহ্নিত করেনি অযোগ্য বলে। তাই জনগণ, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাদের অনুরোধ তাদের দিকেও দৃষ্টি দিন, চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হোক। তাদের অভিযোগ কিছু মানুষের পরিকল্পিত আক্রমণের শিকার তারা। তাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টির প্রতি সহানুভূতি নিয়ে দেখুন। তাদের ন্যায্য প্রাপ্য ফিরিয়ে দেবার দাবী করেন তারা।

